মির্জাপুরে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা ॥ প্রতিবাদে দোকানপাট বন্ধ

আইন আদালত টাঙ্গাইল টাঙ্গাইল স্পেশাল মির্জাপুর লিড নিউজ

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুর কাঁচা বাজারে অতিরিক্ত দামে আলু ও পেয়াজ বিক্রির অপরাধে পাঁচ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ব্যবসায়ী মামুন মিয়া, তার সহোদর ভাই মনজু মিয়া ও মোছলেম মিয়া কাঁচা বাজারের ব্যবসায়ীদের হুমকি দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেন বলে ব্যবসায়ীরা অভিযোগ করেছেন। পরে অনেক ব্যবসায়ীকেই তাদের সঙ্গে প্রতিবাদ মিছিলে অংশ নিতে চাপ সৃষ্টি করা হয়। এতে বাজারে ক্রেতারা এসে বিপাকে পড়েন। প্রয়োজনীয় কাঁচামাল কিনতে না পেরে অনেকেই ফিরে যান বলে জানা গেছে। এ ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা সদরের কাঁচা বাজারে।

জানা যায়, বেলা এগারোটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন মির্জাপৃুর কাঁচা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় কয়েকজন ব্যবসায়ীকে অতিরিক্ত দামে আলু বিক্রি করতে দেখেন। এ অপরাধে ভ্রাম্যমান আদালতের বিচারক শাকিলা বিনতে মতিন ব্যবসায়ী মামুন মিয়াকে ৫ হাজার, মোছলেম মিয়াকে ৩ হাজার, মাজম আলীকে ২ হাজার, আব্দুল মান্নানকে ২ হাজার ও হোসনকে ৩ হাজার টাকা জরিমানা করেন।

পরে ব্যবসায়ী মামুন মিয়া, তার সহোদর ভাই মনজু মিয়া ও মোছলেম মিয়া মিলে কাঁচা বাজারের ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ করার নির্দেশ দেন এবং প্রতিবাদ মিছিলে অংশ নেয়ার জন্য হুমকি দেয় বলে ব্যবসায়ীরা অভিযোগ করেন। এ অবস্থায় কাঁচা বাজার বন্ধ হয়ে যায়। এতে বাজারে ক্রেতারা এসে বিপাকে পড়েন। প্রয়োজনীয় কাঁচামাল কিনতে না পেরে অনেকেই ফিরে যান। এ বিষয়টি বাজারের ইজারাদার কমিটির সদস্যরা জানতে পেরে তাৎক্ষনিক বাজারে আসেন এবং সকল ব্যবসায়ীর সাথে কথা বলে পুণরায় দোকানপাট চালু করেন। পুষ্টকামুরী গ্রামের সালেহা বেগম জানান, তিনি মাছ কিনেছেন, সবজি কিনতে পারছেন না। এজন্য প্রায় এক ঘন্টা বাজারের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরছেন।

মির্জাপুর বাজার ইজারাদার কমিটির সভাপতি রাঙ্গা শিকদার ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন জানান, বাজারের ব্যবসায়ী মামুুন মিয়াসহ কয়েকজন ব্যবসায়ী অতিরিক্ত দামে আলু বিক্রি করছিলেন। এ সময় ভ্রাম্যমান আদালতের বিচারক পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করেছেন। বাজারের পরিবেশ নষ্ট করতে মামুন মিয়াসহ কয়েকজন ব্যবসায়ী বিভিন্ন অপচেষ্টায় লিপ্ত রয়েছে। সাধারণ ব্যবসায়ীদের মামুন মিয়া ও তার সহোদর ভাইসহ তার লোকজন হুমকি দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় বলে ব্যবসায়ীরা তাদের কাছে অভিযোগ করেছেন। বিষয়টি প্রশাসনের কর্মকর্তাদের অবগত করা হয়েছে। এছাড়া তাৎক্ষনিক ইজারাদার কমিটির সদস্যরা বাজারে গিয়ে ব্যবসায়ীদের আতঙ্কিত না হয়ে পুণরায় দোকানপাট খুলার নির্দেশ দিয়েছেন বলে তারা জানান।
মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক শাকিলা বিনতে মতিন বলেন, এর আগে তাদের সতর্ক করা হয়েছিলো। অতিরিক্ত দামে আলু ও পেয়াজ বিক্রির অপরাধে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

 

৩০৪ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *