
স্টাফ রিপোর্টার, ঘাটাইল ॥
টাঙ্গাইলের ঘাটাইলে লাইসেন্স ব্যতীত এলপিজি সিলিন্ডার গ্যাসের ক্রয় বিক্রয় বিক্রয় রশিদ, মেয়াদ উর্ত্তীন মালামাল রাখা ও মূল্য তালিকা না থাকায় চার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ টাঙ্গাইল অধিদপ্তর। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হামিদপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি জানান, লাইসেন্স ব্যতীত এলপিজি সিলিন্ডার গ্যাসের ক্রয় বিক্রয় করায় আল মদিনা ভ্যারাইটিজ স্টোরকে ২ হাজার টাকা, মেসার্স ভাগ্যলক্ষী এজেন্সীকে ৩ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় ই এম মেডিকেল হলকে ৩ হাজার টাকা, অনুপম মেডিকেল হলকে ৫ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। চার প্রতিষ্ঠানকে সর্বমোট ১৪ টাকা জরিমানা করা হয়।
এ সময় তারা সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, বিগত ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। ব্যবসায়িদের ক্রয় বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শণ করতে অনুরোধ জানানো হয়। পাশাপাশি ভোক্তাদের সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়। এ অভিযানে টাঙ্গাইল জেলা পুলিশের একটি টিম তাদের সহায়তা করেন। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে জানান তারা।