
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল জেলায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাবেয়া বেগমের (৩৩) মৃত্যু হয়েছে। মৃত্যু ওই নারীর বাড়ি নাগরপুর উপজেলায়। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে টাঙ্গাইল জেলায় এ পর্যন্ত মোট ৯ জনের মৃত্যু হয়েছে।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা: মিনহাজ উদ্দিন মিয়া মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে জানিয়েছেন, রাবেয়া বেগমের (৩৩) ডেঙ্গু আক্রান্ত হয়ে গত (২৩ সেপ্টেম্বর) টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে তার মৃত্যু হয়। এছাড়া টাঙ্গাইল জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৪৮ জন মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৮০ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৭ জন রোগী। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন দুই হাজার ৯০৬ জন রোগী। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৭৪ জন রোগী।
টাঙ্গাইলের সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, টাঙ্গাইল সদরে ২৫ জন, নাগরপুরে ৫ জন, মির্জাপুরে ৯ জন, কালিহাতীতে ১জন, মধুপুরে ৩ জন, ধনবাড়ীতে ৫ জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।