
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ভূঞাপুরে আগামী ৬ অক্টোবর আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও শান্তি সমাবেশ সফল করার লক্ষে কর্মী সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মেয়র মাসুদুল হক মাসুদ। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে ভূঞাপুর পৌর শহরের মীম শপিং সেন্টারের কমিউনিটি সেন্টারে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদলের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম তালুকদার বাবলু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ মন্ডল, নিকরাইল ইউপি চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ, গাবসারা ইউপি চেয়ারম্যান শাহ্ আলম আকন্দ শাপলা, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইকরাম উদ্দিন তারা মৃধা, সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন প্রমুখ।
বক্তারা আগামী ৬ অক্টোবর ভূঞাপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বীরমুক্তিযোদ্ধা মেয়র মাসুদুল হক মাসুদ ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও শান্তি সমাবেশ সফল করার জন্য হাজার হাজার নেতাকর্মীদের সমাবেশে আসার আহ্বান জানান।