
হাবিবুর রহমান, মধুপুর ॥
টাঙ্গাইলের মধুপুরে কিশোরী বয়সের জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান কর্মসূচির আওতায় এ কর্মশালার আয়োজন করে মধুপুর ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
কর্মশালায় সভাপতিত্ব করেন ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান। এতে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন। এ সময় সাংবাদিক, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ইমামসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় এক প্রতিবেদনে বলা হয়েছে, সার্ভিক্যাল সেন্টারের এক তথ্যে প্রকাশ প্রতি বছর সারাবিশ্বে প্রায় ৬ লাখ কিশোরী জরায়ুমুখের ক্যান্সারের আক্রান্ত হয় ও ৩ লাখ ৪২ হাজার মারা যায়। অগ্রীম টিকার মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব হয়। সম্প্রতি এ দেশে ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের এই টিকার আওতায় আনা হয়েছে। দেশের বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও বাড়ি বাড়ি গিয়ে এসব কিশোরীদের জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধ টিকা দেয়া শুরু হবে। এ বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।