
দেলদুয়ার প্রতিনিধি ॥
টাঙ্গাইলের দেলদুয়ারে ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে মাসকালাই ও পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহয়তা প্রদানের জন্য কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় মাসকালাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশসান ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকালাই এবং ১০ জনকে পেঁয়াজের বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, কৃষি কর্মকর্তা শোয়েব মাহমুদ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এহসানুল হক সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা আক্তার, অফিসার ইনচার্জ নাছির উদ্দিন মৃধাসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, উপ-সহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ ও ৮টি ইউনিয়নের প্রান্তিক কৃষকসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।