
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুরে সিরাজুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে এই ঘটনা ঘটে। সিরাজুল ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুর রউফ এর ছোট ভাই। তাঁর পিতার নাম ক্বারী রফিকুল ইসলাম।
পুলিশ ও পারিবারিক সুত্র জানায়, সিরাজুল ইসলাম মাদক সেবন ও জুয়া খেলার সাথে সম্পৃক্ত ছিলেন। সম্প্রতি তিনি একটি জমি বিক্রি করে কিছুদিনের মধ্যে সব টাকা জুয়া খেলে নিঃশ্ব হয়ে পড়েন। এই ঘটনার পর তার স্ত্রী লাভলী আক্তার অভিমান করে বাবার বাড়ি চলে যান। আর্থিক ও পারিবারিক চাপে বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে সিরাজুল তার বসত ঘরের পাশে একটি গাছের ডালের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সিরাজুল তার স্ত্রীর সাথে অভিমান করে আত্মহত্যা করেছে বলে বড় ভাই ফতেপুর ইউপি চেয়ারম্যান হাজী আব্দুর রউফ দাবি করেছেন।
মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।