
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুরে অবহেলিত এলাকায় দুই মাসের ব্যবধানে প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে ১৫ টি কাঁচা রাস্তা পাকা এবং পাঁচটি ব্রিজ করে দিলেন জনবান্ধব এমপি খান আহমেদ শুভ। তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, টাঙ্গাইল জেলা চেম্বার অব কামার্স এন্ড ইন্ড্রাট্রিজের সভাপতি এবং এফবিসিসিআইসির পরিচালক। কাঁচা রাস্তা পাকা করন ও ব্রিজ তৈরী করে দেওয়ায় দীর্ঘ দিনের দুর্ভোগ থেকে রক্ষা পাচ্ছেন অবহেলিত এলাকার কয়েক লক্ষাধিক জনসাধারণ। এমপির এমন উন্নয়ন মুলক কর্মকান্ডে ও কাজের গতি বৃদ্ধি পাওয়ায় এলাকার জনগন উৎফুল্ল এবং আনন্দিত। এলাকার সুবিধাভোগি জনগন বলেছেন মানানীয় প্রধানমন্ত্রীর ঘোষনা রাস্তাঘাট উন্নয়নে গ্রামকে শহরে পরিনত করা বাস্তবায়ন করে যাচ্ছেন খান আহমেদ শুভ এমপি। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে ও জনগনের সঙ্গে কথা বলে বিস্তারিত তুলে আনা হয়েছে।
এ ব্যাপারে খান আহমেদ শুভ এমপি বলেন, আমাদের প্রয়াত এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ একাব্বর হোসেন ছিলেন একজন সাদা মনের মানুষ ও জনপ্রিয় ব্যক্তি। তিনি চার বার এমপি নির্বাচিত হয়ে জনগনের সঙ্গে মিশে এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। তার অকাল মৃত্যুতে গত উপনির্বাচিত আমি জনগনের বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়ে উন্নয়নের ধারা অব্যাহৃত রাখতে প্রয়াত এমপির অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশায় ও সহযোগিতায় আমি আমার নির্বাচনী এরাকায় জনগনের জন্য কাজ করে যাচ্ছি। আমার মুল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে এলাকার জনগনের সেবা এবং এলাকার প্রতিটি সেক্টরে সার্বিক সুষম উন্নয়ন। উন্নয়নের ধারা অব্যাহৃত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জনগন নৌকাকে বিজয় করবে এটা আমার বিশ^াস।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) মির্জাপুর উপজেলা প্রকৌশল অফিস সুত্র জানায়, খান আহমেদ শুভ এমপির সার্বিক সহযোগিতায় অল্প দিনের মধ্যে তিনি ১৫ টি কাঁচা রাস্তা পাকা করনের ব্যবস্থা এবং পাঁচটি ব্রিজের পাকা করনের ব্যবস্থা করেছেন যা বিরল একটি দৃষ্টান্ত। ইতিমধ্যে এই রাস্তাগুলো ও ব্রিজগুলো নির্মানের জন্য অর্থ ছাড় করান, দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিয়োগ এবং নির্মান কাজের ভিত্তি ফলক উন্মোচন করা হয়েছে। কাজগুলো এখন চলমান। নির্মানাধীন রাস্তাগুলো হচ্ছে নয়েজ বাজার থেকে দড়ানীপাড়া স্কুল পর্যন্ত রাস্তা, পাঁচগাও পশ্চিমপাড়া বাজার-তরফপুর ইউনিয়ন পরিষদ সিসি রাস্তা, আমড়াইতেল বাজার- পেকুয়া বাজার পর্যন্ত রাস্তা, ধল্যা-বরাটী বাজার পর্যন্ত রাস্তা, কাটরা-উফুলকী রাস্তা, মাঝালিয়া বাজার- দেওড়া বাজার পর্যন্ত রাস্তা, থলপাড়া-রামপুর পর্যন্ত রাস্তা, চুকুরিয়া সুইচ গেইট-নরদানা সুইচ গেট পর্যন্ত রাস্তা, হাটুভাঙ্গা বাজার- তেলিনা চিতেশ^রী রাস্তা, বানিয়ারা শফিকের বাড়ি হতে ওসমানগনির বাড়ি পর্যন্ত রাস্তা,পাকুল্যা বাজার-জামুর্কি জিসি পর্যন্ত রাস্তা, আমড়াইল কামারপাড়া-তেলিপাড়া রাস্তা উন্নয়ন, বান্দরমারা-টাকিয়া কদমা পর্যন্ত রাস্তা, রাজাবাড়ি-কলিমাজানি পর্যন্ত রাস্তা এবং সিংজুরি ব্রিজ থেকে বর্ধনপাড়া পর্যন্ত রাস্তা পাকা করন হচ্ছে। এই কাজগুলো সমাপ্ত করতে প্রায় ২৫ কোটি টাকা বরাদ্ধ হয়েছে বলে এলজিইডি অফিস জানিয়েছেন। এছাড়া বেগমদুল্যা-ভাতগ্রাম স্কুল পর্যন্ত লৌহজং নদীর উপর পাকা ব্রিজ নির্মান, পাথারঘাটা বাজার পশ্চিপাশে-বাসাইল যাওয়ার রাস্তায় বংশাই নদীর উপর পাকা ব্রিজ নির্মান, অভিরামপুর খালের উপর পাকা ব্রিজ নির্মান, হিলড়া আদাবাড়ি-কড়াইল রাস্তায় খালের উপর পাকা ব্রিজ নির্মান এবং ছাওয়ালী-বাসাইল রাস্তায় খালের উপর পাকা ব্রিজ নির্মান হচ্ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মান এবং বিভিন্ন মন্ত্রনালয়ের অধিনে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অন্তত একশত কোটি টাকার কাজ চলমান বলে জানা গেছে।
এ ব্যাপারে এমপির একান্ত ব্যক্তিগত সহকারী ও সাবেক ছাত্রলীগের সভাপতি মীর আসিফ অনিক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ বলেন, খান আহমেদ শুভ এমপি শুধু অবকাঠামো উন্নয়নই নয়। তিনি মির্জাপুর উপজেলার সাধারণ জনগেনর বিভিন্ন সমস্যা সমাধান তাৎক্ষনিক বাবে করে দেন। অসহায় আওয়ামী লীগের নেতাকর্মী ও দুস্থ্যদের জন্য প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে সহায়তা, ভুমিহীনদের জন্য গৃহনির্মান, জমি বরাদ্ধ, বিভিন্ন হাসপাতালে ছুটে গিয়ে গরীব রোগীদের সহায়তাসহ সার্বিক ভাবে কাজ করে যাচ্ছেন।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান বলেন, এমপির সহযোগিতায় মির্জাপুর উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তকাঘাট, ব্রিজ কালভার্ট ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন কাজ চলমান রয়েছে। আশ,া করা হচ্ছে অল্প দিনের মধ্যে কাজগুলো সমাপ্ত হবে।