স্টাফ রিপোর্টার ॥
ক্রীড়াপ্রেমী টাঙ্গাইলবাসী জন্য টাঙ্গাইল স্টেডিয়ামে আগামী শনিবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হতে যাচ্ছে। জমজমাট আয়োজনের উদ্বোধনী খেলায় ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। টাঙ্গাইল জেলা প্রশাসক কায়ছারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিভাগীয় ১২টি জেলার জেলা প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার, জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকবৃন্দ। উদ্বোধনী খেলায় টাঙ্গাইল জেলা ফুটবল দল ও গাজীপুর ফুটবল দলের সাথে মুখোমুখি হবে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টাঙ্গাইল প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে ঢাকা বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রেস ব্রিফিং আয়োজন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসন। টাঙ্গাইল প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে জেলা প্রশাসক কায়ছারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওলিউজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও যুগ্ম সম্পাদক ইফতেখারুল অনুপম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান স্মৃতি, হারুন-অর-রশীদ ও কোষাধ্যক্ষ আব্বাস আলী সরকার প্রমুখ।
ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নকআউট ভিত্তিক ঢাকা বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের “যমুনা” গ্রুপের জেলা ফুটবল দলগুলো হলো- ঢাকা, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ ও স্বাগতিক টাঙ্গাইল জেলা ফুটবল দল। শরিয়তপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত “পদ্মা” গ্রুপের দল গুলো হলো- নারায়ানগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী ও স্বাগতিক শরিয়তপুর জেলা ফুটবল দল। যমুনা ও পদ্মা গ্রুপ থেকে গ্রুপ ফাইনাল খেলে বিজয়ী দুটি জেলা শরিয়তপুর স্টেডিয়ামে চ্যাম্পিয়নের জন্য ফাইনাল খেলায় মুখোমুখি হবে।