নাগরপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের নাগরপুরে ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে মাসকালাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহয়তা প্রদানের জন্য কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় মাসকালাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশসান ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে মাশকালাই বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুময়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, কৃষি কর্মকর্তা ইমরান হুসাইন শাকিল, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন, ইউপি চেয়ারম্যান শাহীদুল ইসলাম অপু, শেখ শামসুল হক, শফিকুর রহমান খান শাকিল, আবু বকর সিদ্দিক প্রমূখ। এ সময় উপজেলার ১২টি ইউনিয়নের প্রান্তিক কৃষকসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।