
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের থানাপাড়ায় শাহীন ক্যাডেট স্কুল প্রাঙ্গণে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও রক্তদানে উদ্ভুদ্ধকরণ অনুষ্ঠিত হয়। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ক্যাম্পেইন এর শুভ উদ্ভোধন করেন শাহীন ক্যাডেট স্কুলের ভাইস প্রিন্সিপাল তাসলিমা পারভিন। ক্যাম্পেইন শুরুতে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির টাঙ্গাইল জেলা শাখার সকল দ্বায়িত্বশীলকে ফুল দিয়ে বরণ করে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস টিম।
ক্যাম্পেইন এ সর্বোমোট ২২১জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করতে সক্ষম হয় টিপিআই ক্যাম্পাস টিম। টিপিআই ক্যাম্পাস শাখাকে সহযোগিতা করে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি, টাঙ্গাইল জেলা শাখা। রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা সকলকে রক্তদানে উৎসাহিত হয়। এই সংগঠনটি বিভিন্ন স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন স্তরের তরুণ-তরুনী নিয়ে গড়ে উঠেছে। যাদের একমাত্র লক্ষ্য মানবসেবা। উক্ত ক্যাম্পেইন এ উপস্থিত ছিলেন বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির টাঙ্গাইল জেলা সমন্বয়ক রাশেদুল ইসলাম হৃদয়, সহ-সমন্বয়ক মীর রাসেল, তথ্য প্রযুক্তি বিষয়ক সমন্বয়ক রবিউল হাসান, যোগাযোগ বিষয়ক সমন্বয়ক শাকিব শামশাদ, অর্থ বিষয়ক সমন্বয়ক ইমরান হোসেন অনিম ও জেলা সাধারন স্বেচ্ছাসেবীগন এবং টিপিআই ক্যাম্পাস সমন্বয়ক ইসরাত জাহান মৃদুলা, সহ-সমন্বয়ক অনিক চন্দ্র শীল, যোগাযোগ বিষয়ক সমন্বয়ক রাহাত চৌধুরী, অর্থ বিষয়ক সমন্বয়ক তাসনিম নাহার তানহা ও ক্যাম্পাস সকল স্বেচ্ছাসেবীগণ। উক্ত ক্যাম্পেইন শেষে সকল স্বেচ্ছাসেবীদের আলোচনা অনুষ্ঠান শুরু হয়। এই আলোচনায় ক্যাম্পাস সমন্বয়ক ইসরাত জাহান মৃদুলা জানান, বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আরও বিভিন্ন কার্যক্রম তুলে ধরবেন স্কুল শিক্ষার্থী ও সাধারণ জনগণের মাঝে।