
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল জেলায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে জুথী নামের ৩০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়। সে নাগরপুর উপজেলার বাসিন্দা।
এদিকে, টাঙ্গাইলের সিভিল সার্জন ডা: মিনহাজ উদ্দিন মিয়া বুধবার (২৭ সেপ্টম্বর) সকালে জানিয়েছেন, জেলায় ২৪ ঘন্টায় নতুন করে ৫৬ জন মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাড়িয়েছে তিন হাজার ১৩৬ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৩ জন রোগী। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন দুই হাজার ৯৫৯ জন রোগী। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীণ আছেন ১৭৭ জন রোগী। জেলায় ডেঙ্গু জ্বরে মোট ১০ জনের মৃত্যু হয়েছে।