
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুরের টাকিয়া কদমা বিলে অভিযান চালিয়ে ১৯টি চায়না জাল আটক করে তা ধ্বংস করা হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সূচী রানী সাহা এই অভিযান পরিচালনা করেন। এসময় চায়না জাল ব্যবহারকারী কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভভ হয়নি।
জানা গেছে, উপজেলার বিভিন্ন বিলে নিষিদ্ধ চায়না জাল ব্যবহার করে এক শ্রেণি মৎস শিকারী মাছ আহরণ করে থাকে। খবর পেয়ে বুধবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার তরফপুর ইউনিয়নের টাকিয়া কদমা বিলে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের বিচারক সূচী রানী সাহা। এ সময় ১৯টি চায়না জাল বিলের পানি থেকে তুলে তা ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য ৮০-৯০ হাজার টাকা বলে জানা গেছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সূচী রানী সাহা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।