সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে কালিহাতী পৌর আওয়ামী লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে জন্মদিন পালন করা হয়। কালিহাতী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবু নাসের, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম, কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার ও এলেঙ্গা পৌরসভার মেয়র নূর-এ-আলম সিদ্দিকী। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এম.এ মালেক ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক আবু মোহাম্মদ জিন্নাহ ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক মনিরুজ্জামান মনির প্রমুখ।