
স্টাফ রিপোর্টার ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিনে জেলা ক্রীড়া সংস্থায় কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু উপস্থিত ছিলেন।
স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিনে আরো উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ইফতেখারুল অনুপম, জেলা ক্রীড়া কর্মকর্তা আলআমিন সবুজ, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আব্বাস আলী সরকার, নির্বাহী সদস্য আনিছুর রহমান আলো ও সৈয়দ মোহাম্মদ আলী বেল্লাল, রেফারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলী হোসেন প্রমুখ। অনুষ্ঠানে কেক কাটার পর প্রধানমন্ত্রীর শুভ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।