
স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে টাঙ্গাইলে কোরআন খানি, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামছুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, সহ-সভাপতি নাহার আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, মির্জা মঈনুল হোসেন লিন্টু, দপ্তর সম্পাদক এডভোকেট খোরশেদ আলম, যুব ও ক্রীড়া সম্পাদক আহসানুল ইসলাম সর্দার আজাদ, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট মামুনুর রশিদ মামুন প্রমুখ। এছাড়াও জেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।