ভূঞাপুরে ৭৭ পাউন্ড কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন

টাঙ্গাইল ভূঞাপুর রাজনীতি

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ভূঞাপুরে ৭৭ পাউন্ড কেক কেটে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বীরমুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদের সভাপতিত্বে জন্মদিনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুজ্জামান চকদার, যুগ্ম সম্পাদক সাহিনুল ইসলাম তরফদার বাদল, জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম তালুকদার বাবলু, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইকরাম উদ্দিন তারা মৃধা, অর্জূনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে ভূঞাপুর শাহজাহান দারুস উল্লাহ এতিম খানায় ও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে খাবার বিতরণ করা হয়।

১৮৭ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *