গোপালপুরে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

গোপালপুর টাঙ্গাইল রাজনীতি

স্টাফ রিপোর্টার ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে টাঙ্গাইলের গোপালপুরে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এ নির্বাচনী উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু।

মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল হক ছানা, গোপালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, গোপালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, ধোপাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, হেমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান তালুকদার হিরা, ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার, হাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিলকিস জাহান, গোপালপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জনাব আব্দুর রহমান বিমান প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, গোপালপুর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম শাহিন। এ সময় মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ওই ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

১১৪ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *