মোজাম্মেল হক ॥
ঢাকা বিভাগীয় কমিশনার গোল্ডকাপে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়নের লক্ষ্য নিয়ে টাঙ্গাইল জেলা ফুটবল দল গঠন করা হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার সময় টাঙ্গাইল স্টেডিয়ামে ঢাকা বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করবে স্বাগতিক টাঙ্গাইল জেলা দল ও গাজীপুর জেলা দল। টাঙ্গাইল জেলা দলকে উৎসাহ দেয়ার জন্য মাঠে উপস্থিত হয়ে প্যাকটিস সেশন দেখেন টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম। এ সময় প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা এবং খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বলেন, টাঙ্গাইল জেলা অনেক শক্তিশালী দল। আশা করছি টাঙ্গাইল জেলা ফুটবল দল ফাইনাল খেলবে এবং চ্যাম্পিয়ন হবে।
টাঙ্গাইল জেলা ফুটবল দলের প্রাথমিক দল ঘোষনা করা হয়েছে। তারা হলেন- সুমন (গোলরক্ষক), রায়হান হাসান, মামুন মিয়া, মনির হোসেন, খলিল, শিহাব, রাসেল, অনিক, রবিউল, সুমন রেজা, সৌরভ দেওয়ান, শীতল, মারুফ, মিশু, মজনু, জুবেল, হাবিব, খায়রুল, রাসেল, হীরা, ইউসুফ।
টাঙ্গাইল জেলা ফুটবল দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন- ভ্রমর চন্দ্র ঘোষ ঝোটন। দলের কোচ- জাহিদ তারেক খান জুয়েল ও সহকারী কোচ- আব্দুল খালেক শিপন।