
নাগরপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের নাগরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জ্যৈষ্ঠ কন্যা, গণতন্ত্রের মানসকন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৭ তম জম্মদিন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে নাগরপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমুহ সরকারী যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ প্রঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করেন। এ উপলক্ষে বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতা কর্মীরা সরকারী যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ প্রঙ্গণে জড়ো হয়। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এর নেতৃত্বে র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান কুদরত আলীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাগরপুর-দেলদুয়ার আসন থেকে মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য তারেক শামস হিমু, ডাকসুর সাবেক নেতা ও উপজেলা আওয়ামী লীগের সদস্য কাজী এ.টি.এম. আনিসুর রহমান বুলবুল, সহ-সভাপতি মতিউর রহমান মতি, বাবু গোপাল চন্দ্র সাহা, সদস্য লক্ষ¥ীকান্ত সাহা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বি.এম. এম. জহিরুল আমিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ পান্না, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দেলদার আহমেদ সুবন, চেয়ারম্যান শেখ জজ কামাল, যুবলীগ নেতা এসএম আনোয়ার হোসেন, সাবেক ভিপি আল মামুন প্রমুখ। এ সময় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।