
স্টাফ রিপোর্টার ॥
নানা কর্মসূচি মধ্যে দিয়ে টাঙ্গাইলের সদরে অসহায় দুস্থ, প্রতিবন্ধী, নারী উদ্যোক্তা, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা, তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করলেন জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আক্তার। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের হল রুমে শামীম আক্তারের উদ্যোগে এ আয়োজন করা হয়। কর্মসূচি মধ্যে ছিল- কেক কটা, দোয়া মাহফিল, র্যালি ও বর্তমান সরকারের সাফল্য তুলে ধরা।
শারিন আক্তার বলেন, এর আগে কখনও এভাবে করো জন্মদিন পালন করা হয় নাই। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটা র্যালি ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করে অনেক ভালো লেগেছে। ভাইস চেয়ারম্যান শামীমা আপাকে ধন্যবাদ জানাই এরকম আয়োজনে আমাদের মতো গরীবদের দাওয়াত করে আনার জন্য। ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার বলেন, অসহায় দুস্থ, প্রতিবন্ধী, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা, তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে আজ প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হলো। প্রধানমন্ত্রীর বাংলাদেশে এখন আর কেউ অবহেলিত নেই। আমরা যাতে ভালো থাকি সেজন্য প্রধানমন্ত্রী সব ব্যবস্থা করে দিচ্ছেন। আগামীতে আরও দিবেন। নারীদের মাঝে উন্নয়নের বার্তা পৌছে দেওয়ার জন্য আজ আমরা একত্র হয়েছি। এদের সাথে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করে ভালো লাগলো। অসহায় নারীরাও খুশি হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আক্তার, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুথফারনাহার লিপিসহ সদর মহিলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দ ও বিভিন্ন শ্রেণীর পেশার নারীরা উপস্থিত ছিলেন।