
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ভূঞাপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনাসভাটি পরে সমাবেশে রূপ নেয়। শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ফলদা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আওয়ামী লীগ নেতা নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অপরাজিতা হক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য খন্দকার মশিউজ্জামান রোমেল।
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য খন্দকার মশিউজ্জামান রোমেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নশীল বাংলাদেশে রূপান্তরিত করেছেন। জীবনযাত্রার মানন্নোয়ন হয়েছে। যোগাযোগ ব্যবস্থা উন্নয়নসহ বড় বড় প্রকল্প বাস্তবায়ন হয়েছে। বিগত ১৫ বছরের যে উন্নয়ন হয়েছে এবং উন্নয়ন ভোগ করছি আমরা সেই প্রতিদান হিসেবে শেখ হাসিনাকে নৌকায় ভোট দিতে অনুরোধ করেন তিনি।
অনুষ্ঠানে সংসদ সদস্য অপরাজিতা হক বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিভিন্ন খাতে উন্নয়ন হচ্ছে। দেশে বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় নৌকায় ভোট চান তিনি।
এতে উপস্থিত ছিলেন, ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিঞা, হেমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদ-উন-নবী রঞ্জু মাস্টার, হেমনগর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান তালুকদার হীরা, ফলদা শরিফুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত, জেলা রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, অলোয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওয়াজেদা সালাম পপি, ইবরাহীম খাঁ সরকারী কলেজের সাবেক জিএস সুরুজ্জামান সুরুজ, খন্দকার আসাদুজ্জামান স্মৃতি সংসদের যুগ্ম সম্পাদক ওয়াহেদুজ্জামান পলাশ, নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম ঠান্ডু, সাবেক ছাত্রনেতা আইয়ুব আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারিদুজ্জামান রাসেল প্রমুখ। এসময় স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।