
দেলদুয়ার প্রতিনিধি ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের বাস্তবায়নে শাহানশাহী উচ্চ বিদ্যালয় নব-নির্মিত ভবন উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ অক্টোবর) বিকেলে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা ও নব-নির্মিত ভবন উদ্বোধন করা হয়। শাহানশাহী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মীর মুনির হোসেন কামাল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
এ সময় উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, ভাইস চেয়ারম্যান এস এম এহসানুল হক সুমন, দেলদুয়ার মাধ্যমিক শিক্ষা অফিসার তারিকুল ইসলাম, আটিয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস প্রতাপ মুকুলসহ জনপ্রতিনিধি ও শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।