
স্টাফ রিপোর্টার ॥
হ্যালো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও ইউনিসেফের যৌথ আয়োজনে টাঙ্গাইলে তিনদিনব্যাপী শিশু সাংবাদিকতার ওপর প্রশিক্ষণমূলক কর্মশালার সমাপ্তি হয়েছে। রবিবার (১ অক্টোবর) টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এ কর্মশালার সমাপ্তি দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার। টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়া, ইউনিসেফের প্রতিনিধি প্রশিক্ষক ড. মণিষা বিশ্বাস প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল প্রেসক্লাবের আজীবন সদস্য এসএম আওয়াল মিয়া, প্রেসক্লাবের দপ্তর ও পাঠাগার সম্পাদক অরণ্য ইমতিয়াজ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মামুনুর রহমান, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আনোয়ার শাহাদৎ ইমরান, কালের কণ্ঠের প্রতিনিধি কাজল আর্য, বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি এনায়েত করিম বিজয়, এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি কাওছার আহমেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক।
কর্মশালায় প্রশিক্ষণ পরিচালনা করেন হ্যালো বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র সহ-সম্পাদক হাসান বিপুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিডিনিউজের টাঙ্গাইল প্রতিনিধি মোল্লা তোফাজ্জল। কর্মশালায় জেলার ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণিতে পড়–য়া ২০ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন অতিথিরা। অতিথিরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও ইউনিসেফের এমন উদ্যোগের প্রশংসা করেন।