
স্পোর্টস রিপোর্টার ॥
নির্ধারিত সময়ের খেলা (১-১) ড্র হলেও টাইব্রেকারে গোলরক্ষক মাহফুজের পেনাল্টি শট ঠেকানো নৌপুন্যে গাজীপুর জেলা ফুটবল দল (৩-১) গোলে কিশোরগঞ্জ জেলাকে হারিয়ে গ্রুপ ফাইনালে উঠেছে। সোমবার (২ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় যমুনা গ্রুপের নকআউট ভিত্তিক টুর্নামেন্টের তৃতীয় দিনের খেলায় গাজীপুর ফুটবল দল ও কিশোরগঞ্জ ফুটবল দল মুখোমুখি হয়।
খেলার শুরুতে গাজীপুর জেলা কাঙ্খিত গোল পেয়ে যায়। গাজীপুরের আক্রমনে কিশোরগঞ্জের ডিবক্স্রে ফাউল হলে গাজীপুর পেনাল্টি পায়। পেনাল্টি থেকে গাজীপুরের আরমান হোসেন গোল করে (১-০) দলকে এগিয়ে নেয়। খেলায় ফিরে আসার জন্য কিশোরগঞ্জ আক্রমন করে খেলতে থাকে। গোল করার কয়েকটা সুযোগ দক্ষ স্টাইকারের অভাবে করতে ব্যর্থ হলে খেলার ৬৭ মিনিটের সময় কিশোরগঞ্জের বিজয় গোলরক্ষক মাহফুজকে পরাস্ত করে (১-১) খেলায় সমতা আনে।
এরপর কোন পক্ষ গোল করতে ব্যর্থ হলে খেলা সরাসরি টাইব্রেকারে যায়। টাইব্রেকারে গাজীপুরের গোলরক্ষক মাহফুজ ৩টি শট ঠেকিয়ে দিলে গাজীপুর জেলা (৩-১) গোলে কিশোরগঞ্জকে হারিয়ে ফাইনালে যায়। টাইব্রেকারে গাজীপুরের পক্ষে রাকিব, রুবেল ও মামুন এবং কিশোরগঞ্জের জসিম গোল করে। সেরা খেলোয়াড় যথারীতি গাজীপুরের গোলরক্ষক মাহফুজ আহমেদ।
গাজীপুর জেলা- মাহফুজ, খায়রুল, আলহাজ, রাকিব (অধিনায়ক), তিয়াস দাস, শাহআলম, রাজন, তরিকুল, রানা আহমেদ, আরমান ও রুবেল। কিশোরগঞ্জ জেলা- মাহিয়ান, অমি, মুন্সি রানা, জুয়েল রানা, হৃদয়, খলিল, জুবায়ের, হালিম, মুসা, নাঈম ও বিজয়। রেফারী- আমিনুল ইসলাম লিটন, সহকারী রেফারী- মাসুদ, এস এম রনি ও মমিরুল ইসলাম।
মঙ্গলবার (৩ অক্টোবর) খেলায় অংশগ্রহণ করবে- ঢাকা জেলা দল ও মানিকগঞ্জ জেলা দল।