স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে স্কুল পড়ুয়া ছাত্রীদের জরায়ু ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে এইচপিভি টিকা দেয়া হবে। এ উপলক্ষে সোমবার (২ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা খায়রুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার শরীফ উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. তাফিয়া তাসনিম, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল হাসনাত, মির্জাপুর থানার উপ-পরিদর্শক শাহজাহান মিয়া, মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই ইজাজুল হক, সংবাদকর্মী শামছুল ইসলাম সহিদ, এরশাদ মিঞা, নাজমুল ইসরাম ও রাব্বি ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এ উপজেলায় ৫ম থেকে ৯ম শ্রেণির ২০ হাজার ৬৪০ জন ছাত্রী এবং লেখাপড়া না ১০ থেকে ১৪ বছর বয়সী ২০০ মেয়েকে এই টিকা দেয়া হবে। ১০ দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩২৭টি কেন্দ্রে ও ৮ দিন কমিউনিটি ক্লিনিকের ৩১২টি কেন্দ্রে এই টিকাদান ক্যাম্পেইনের আয়োজন থাকবে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ক্যাম্পেইন চলাকালীন এই সেবা পাওয়া যাবে। এজন্য ৩৯ জন সুপারভাইজান, ৭৮জন টিকাদান কর্মী ও ৩১৩ জন স্বেচ্ছাসেবক কাজ করবে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম জানিয়েছেন।