মোজাম্মেল হক ॥
মানিকগঞ্জের ফুটবল মানিকদের নৈপুন্যের কাছে ঢাকা আর ঢাকনা বিহীন হতে পারেনি। সেমিফাইনাল খেলায় (৪-১) গোলের বড় ব্যবধানে হেরে মাথা নত করে ঢাকা জেলা দলের বিদায় নিতে হয়েছে। টাঙ্গাইল স্টেডিয়ামে আগামী বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকালে যমুনা গ্রুপের ফাইনাল খেলায় গাজীপুরের সাথে মুখোমুখি হবে মানিকগঞ্জ জেলা ফুটবল দল।
মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় নকআউট ভিত্তিক ঢাকা বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের “যমুনা” গ্রুপের শেষ সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার শুরু থেকে মানিকগঞ্জের কুশলী ফুটবলারদের আক্রমনে ঢাকা জেলার রক্ষনভাগ বেকায়দায় পড়ে যায়। খেলার ৮ মিনিটের সময় মানিকগঞ্জের জোরালো আক্রমন প্রতিহত করতে গিয়ে ঢাকা জেলার দুর্বল রক্ষনসেনা আশিক মানিকগঞ্জের লাবুর শট আটকাতে গিয়ে নিজ বারেই বল পাঠিয়ে দিলে (১-০) গোলে দলকে পিছিয়ে দেয়। খেলায় এগিয়ে থেকে মানিকগঞ্জ গোলের ব্যবধান বাড়ানোর জন্য আরো আক্রমন করে খেলতে থাকে। ঢাকা জেলার ফুটবলাররা মাঝে মাঝে বিক্ষিপ্ত আক্রমনে গোল করে খেলায় ফিরে আসার চেষ্টা করতে থাকে। খেলার ২৭ মিনিটের সময় একটি বিক্ষিপ্ত আক্রমন থেকে শাওনের ছোট পাসে স্টাইকার জুয়েল গোল করে (১-১) খেলায় সমতা আনে।
এরপর বেশি সময় আর সমতা ধরে রাখতে পারেনি ঢাকা জেলা। এর ২ মিনিট পর মানিকগঞ্জের স্টাইকার রিপন চমৎকার প্লেসিং শটে গোল করে (২-১) দলকে আবারো এগিয়ে নেয়। খেলার ৩৪ মিনিটের সময় ঢাকা জেলার রক্ষনসেনাদের পরাস্ত করে মানিকগঞ্জের মাসুম গোল করে (৩-১) ব্যবধার বাড়িয়ে নেয়। দ্বিতীয়ার্ধে ঢাকা জেলা গোল করে খেলায় ফিরে আসার চেষ্টা করে। কিন্তু দক্ষ স্টাইকারের অভাবে বারবার ব্যর্থ হয়। উল্টো খেলার ৬৩ মিনিটের সময় মানিকগঞ্জের শুভ গোল করলে (৪-১) ব্যবধান আরো বড় হয়। ম্যচের সেরা খেলোয়াড় নিবাচিত হয় মানিকগঞ্জের গোলরক্ষক জসীম।
মানিকগঞ্জ জেলা ফুটবল দল- জসীম, মিঠু, সুমন, শ্যামল, লাবু, জাকির, পিন্টু, রাকিব, শুভ, মাসুম ও রিপন। ঢাকা জেলা ফুটবল দল- আজাদ, রতন, আশিক, আসিফ, সুজন, তাওহিদ, রোমান, শাহাজাহান, জুয়েল ও শাওন। রেফারী- রবিন খান, সহকারী রেফারী- সুলতান মাহমুদ, নবু ও মোমিন। ম্যাচ রেফারী- এ হাসান ফিরোজ।
যমুনা গ্রুপের ফাইনাল হবে আগামী বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকাল ৩টার সময়। এতে অংশ নিবে গাজীপুর জেলা দল ও মানিকগঞ্জ জেলা দল।