স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল জেলায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার সোমবার (২ অক্টোবর) মোশারফ হোসেন (৮৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়। সে দেলদুয়ার উপজেলার বারপাখিয়া গ্রামের বাসিন্দা। জেলায় ডেঙ্গু জ্বরে এ পর্যন্ত মোট ১২ জনের মৃত্যু হয়েছে।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা: মিনহাজ উদ্দিন মিয়া মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে টাঙ্গাইল নিউজকে জানিয়েছেন, জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৭৯ জন মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৫১১ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৬ জন রোগী। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ২৭০ জন রোগী। জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৪১ জন রোগী।
তিনি টাঙ্গাইল নিউজকে আরও জানান, নতুন করে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়েছেন টাঙ্গাইল সদর উপজেলায় ২৫ জন, নাগপুরে ১১ জন, সখীপুরে ৫ জন, মির্জাপুরে ১৫ জন, মধুপুরে ১১ জন, ভূঞাপুরে ৩ জন, গোপালপুরে ৬ জন এবং ধনবাড়ী উপজেলায় ৩ জন।
টাঙ্গাইলে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ১২ জনের মৃত্যু ॥ নতুন আক্রান্ত ৭৯ জন
১৭৯ Views