
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) টাঙ্গাইল জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সদর উপজেলার খুদিরামপুর শুভ হোটেল এন্ড রেস্টুরেন্ট সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ১০ টন পলিথিন জব্দ করে।
টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩ অক্টোবর) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে এ ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। এ সময় একটি কাভার্ট ভ্যান থেকে আনুমানিক ১০ টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয় এবং গাড়ির ড্রাইভারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। কাভার্ট ভ্যানটিতে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বহন করে রাজশাহী নিয়ে যাওয়া হচ্ছিল।
এ সময় টাঙ্গাইল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা: সুলতানা রাজিয়া, পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইলের উপ-পরিচালক জমির উদ্দিন, সহকারী পরিচালক সজীব কুমার ঘোষ উপস্থিত ছিলেন। উক্ত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম। এ সময় আইন-শৃংখলা রক্ষায় জেলা পুলিশের সদস্যগণ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। পরিবেশ সুরক্ষায় টাঙ্গাইল জেলার অবৈধ কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।