
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল শহর আওয়ামী লীগের পাঁচটি ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইল পৌরসভা মিলনায়তনে কমিটি ঘোষণা করা হয়। বিগত ২০২২ সালের (১ অক্টোবর) টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এর ঠিক এক বছর পর ১৮টি ওয়ার্ডের মধ্যে পাঁচটি ওয়ার্ডের কমিটি ঘোষণা করেন টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি ও টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর। এ সময় আরও উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ সুমন মজিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জানা যায়, টাঙ্গাইল পৌরসভার ১৮টি ওয়ার্ডের মধ্যে ২, ৭, ১২, ১৪ ও ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি ঘোষনা করা হয়। আগামী তিন বৎসরের জন্য আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে এবং আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করে টাঙ্গাইল শহর আওয়ামী লীগ বরাবর প্রেরণ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর ও সাধারণ সম্পাদক এম. এ রৌফ স্বাক্ষরিত কমিটি ঘোষিত হয়েছে।
টাঙ্গাইল পৌরসভার এনায়েতপুর, হাজরাঘাট, ধুলেরচর, কষ্টাপাড়া, জেলখানা মোড় এলাকা নিয়ে ২নং ওয়ার্ড গঠিত। এই ওয়ার্ডের সভাপতি হয়েছেন- শহিদুল ইসলাম সোমেজ মিয়া, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক আনিসুর রহমান।
টাঙ্গাইল পৌরসভার পালপাড়া, পোদ্দার পাড়া, পাতুলি পাড়া এলাকা নিয়ে ৭নং ওয়ার্ড গঠিত। এই ওয়ার্ডের সভাপতি হয়েছেন- সভাপতি নীলকমল পাল, সহ-সভাপতি আল মামুন সরকার, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন খান, যুগ্ম-সাধারণ সম্পাদক একদিল হোসেন।
টাঙ্গাইল পৌরসভার আদি টাঙ্গাইল, বাজিতপুর, মাঝিপাড়াসহ অন্যান্য এলাকা নিয়ে ১২নং ওয়ার্ড গঠিত। এই ওয়ার্ডের সভাপতি হয়েছেন- সভাপতি এখলাস মিয়া, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামীম আল মামুন।
টাঙ্গাইল পৌরসভার আদালত পাড়াসহ অন্যান্য এলাকা নিয়ে ১৪নং ওয়ার্ড গঠিত। এই ওয়ার্ডের সভাপতি হয়েছেন- সভাপতি মুকুল কুমার সাহা, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফ হোসেন তালুকদার শিখন।
টাঙ্গাইল পৌরসভার আকুরটাকুর পাড়া, মুসলিম পাড়াসহ অন্যান্য এলাকা নিয়ে ১৬নং ওয়ার্ড গঠিত। এই ওয়ার্ডের সভাপতি হয়েছেন- সভাপতি সরোয়ার আলম, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসউদ।
যেসকল ওয়ার্ডের কমিটি এখনো ঘোষনা করা হয়নি। সেগুলো অতিদ্রুত ঘোষণা করা হবে বলে জানান টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি ও টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর।