টাঙ্গাইলে হত্যাকারী শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

অপরাধ টাঙ্গাইল টাঙ্গাইল সদর

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে ব্যবসায়ী আব্দুর রহিম হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (৪ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের উত্তর বেগুনটাল গ্রামের শতাধিক নারী পুরুষ অংশ নেয়।
এতে বক্তব্য রাখেন নিহতের স্ত্রী মালেকা বেগম, ছেলে মোতালেব হোসেন বাবু, এলাকাবাসী আব্দুল হালিম, আরফান আলী, সুজাব আলী ও বরকত আলী প্রমুখ। বক্তারা অবিলম্বে এই হত্যাকান্ডে জড়িত সকল আসামীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। এ বিষয়ে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন এলাকাবাসী।
প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের উত্তর বেগুনটাল গ্রামে জমিতে মাসকালাই বোনা নিয়ে সংঘর্ষে আব্দুর রহীমকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন নিহতের ছেলে বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

২২৭ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *