
স্টাফ রিপোর্টার ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে টাঙ্গাইলের গোপালপুরে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যায় গোপালপুর পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও টাঙ্গাইল-২ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু।
পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল হক ছানা, গোপালপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, গোপালপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হাসনা হেনা, গোপালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, গোপালপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার ইসলাম বুলবুল, গোপালপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আব্দুর রহমান বিমান, গোপালপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস শেখ ফেরদৌস ওয়াহিদুজ্জামান রিপন, গোপালপুর পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান ভূইয়া শাহীনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং অত্র ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।