
ঘাটাইল প্রতিনিধি ॥
‘১৮ বছরের আগে বিয়ে নয় ‘এ স্লোগানকে সামনে রেখে বাল্যবিবাহ বন্ধে সচেতনতা সৃষ্টির জন্য ঘাটাইল উপজেলার সাধুটি নজিব উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ অক্টোবর) বেলা ১১ টায় আন্তর্জাতিক এনজিও ওয়ার্ল্ড কনসার্ণ এর এনশিউর প্রটেকশন এন্ড জাস্টিস থ্রো ইন্টিগ্রেটেড অ্যাপ্রস প্রজেক্ট এর আওতায় স্কুল অডিটরিয়ামে এই অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে বক্তারা বাল্যবিবাহের কুফল সম্পর্কে স্কুলের ছাত্র-ছাত্রীসহ অবহিত করেন এবং বাল্যবিবাহের মত সামাজিক ব্যাধির শিকার হলে সরকারি সংস্থার শরণাপন্ন হতে পরামর্শ দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং দিঘলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মটু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইমরান হোসেন, ওয়ার্ড কনসার্ণের প্রোগ্রাম অফিসার শ্রী গৌরব রঞ্জন দাস, দ্যা বাংলাদেশ টুডে প্রতিনিধি নজরুল ইসলাম চান।
শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাল্যবিবাহের উপর নাটিকা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাধুটি নজিব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রফিকুল ইসলাম।