স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন তিন মাস আগে অনুষ্ঠিত হলেও ঘোষণা করা হয়নি কমিটি। এতে সংগঠনটিতে নতুন নেতৃত্ব না আসায় সাংগঠনিক কার্যক্রম ঝিমিয়ে পড়েছে পুরোদমে
চলতি বছরের গত (২৪ জুন) মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ মিলনায়তনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কমিটি ঘোষণা ছাড়াই শেষ হয় ওই সম্মেলন। তারপর অজানা কারণে তিন মাস অতিবাহিত হলেও নতুন কমিটি ঘোষণা করা হয়নি।
এতে একদিকে যেমন তৈরি হচ্ছে না নতুন নেতৃত্ব। অন্যদিকে ঝিমিয়ে পড়েছে দলের সকল সাংগঠনিক কার্যক্রম। সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে দলের পক্ষে প্রচারণায় স্বেচ্ছাসেবক লীগের যে ভূমিকা থাকার কথা কমিটি না থাকায় তা হচ্ছে না বলে তৃণমূলের অনেক নেতাই জানিয়েছেন। মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী মাহফুজুর রহমান টাঙ্গাইল নিউজকে বলেন, দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবক লীগের সাথে আছি। সম্মেলন হয়ে গেল তিন মাসের অধিক। কিন্তু কোন কমিটি ঘোষণা করা হচ্ছে না। নতুন কমিটি না আসায় সাংগঠনিক কার্যক্রমে অংশ নিতে পারছি না। যেহেতু জাতীয় সংসদ নির্বাচন সামনে, তাই মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের একটি কমিটি থাকা অত্যন্ত জরুরী।
মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অপর সভাপতি প্রার্থী শরীফুল ইসলাম টাঙ্গাইল নিউজকে বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। এখন দলের হয়ে মাঠে কাজ করার সময়। কমিটি না থাকায় আমাদের সাংগঠনিক কার্যক্রম অনেকটা ঝিমিয়ে পড়েছে। দলকে চাঙ্গা করতে এবং আগামী সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের একটি কমিটি থাকা অতিব জরুরী হয়ে পড়েছে।
মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ টাঙ্গাইল নিউজকে বলেন, আমরা সম্মেলন সফলভাবে শেষ করেছি। কমিটি দেওয়ার সম্পুর্ণ এখতিয়ার জেলা কমিটির সাথে সমন্বয় করে কেন্দ্রীয় কমিটির। কেন্দ্র যে সিদ্ধান্ত দিবে আমরা সেটিই মেনে নিয়ে নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করব।