মির্জাপুরে আন্ত:ক্যাডেট কলেজ বাস্কেটবল ও ভলিবলের ফাইনাল অনুষ্ঠিত

খেলা টাঙ্গাইল মির্জাপুর লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
আন্ত:ক্যাডেট কলেজ বাস্কেটবল ও ভলিবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজে প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বাস্কেটবল প্রতিযোগিতায় ফৌজদারহাট ক্যাডেট কলেজকে হারিয়ে ঝিনাইদহ ক্যাডেট কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে৷ ভলিবল প্রতিযোগিতায় রংপুর ক্যাডেট জারিফকে হারিয়ে ফৌজদারহাট ক্যাডেট কলেজ চ্যাম্পিয়ন হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা সেনানিবাসের মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স শাখার মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স মেজর জেনারেল জহিরুল ইসলাম। এ সময় মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্ণেল রিয়াজ আহমেদ চৌধুরীসহ সেনাবাহিনীর অন্যন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় দেশের ৯টি বয়েজ ক্যাডেট কলেজ অংশগ্রহণ করে। বাস্কেটবল প্রতিযোগিতায় শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয় ঝিনাইদহ ক্যাডেট কলেজের ক্যাডেট জারিফ। ভলিবলে শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয় রংপুর ক্যাডেট কলেজের ক্যাডেট লাবিব। গত (২৯ সেপ্টেম্বর) এ প্রতিযোগিতায় শুরু হয়৷
অনুষ্ঠানের প্রধান অতিথি মেজর জেনারেল জহিরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, আমাদের ক্যাডেটরা জাতির পিতার প্রদর্শিত পথ অনুসরণ করে বিভিন্ন ক্ষেত্রে যোগ্যতার স্বাক্ষর রেখে সুন্দর ভবিষ্যৎ নির্মাণে সচেষ্ট হবে। আজকের প্রদর্শিত ক্রীড়াশৈলী দেখে আমি মুগ্ধ এবং অভিভূত। বাংলাদেশ ক্যাডেট কলেজের প্রতিটি অর্জন আমাদেরকে অনুপ্রাণিত করে।

২৮৬ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *