মোজাম্মেল হক ॥
টাঙ্গাইল স্টেডিয়ামে প্রচন্ড বৃষ্টি ও ভারী মাঠে যমুনা গ্রুপ পর্বের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে দুই দলের ফুটবলাররা স্বাভাবিক খেলা খেলতে পারেনি। তারপরও টাইব্রেকার নৈপুন্যে গাজীপুর জেলা ফুটবল দল (৫-৪) গোলে মানিকগঞ্জ জেলা ফুটবল দলকে হারিয়ে ‘যমুনা গ্রুপ’ অঞ্চলে চ্যাম্পিয়ন হয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামে ঢাকা বিভাগীয় কমিশনারের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ‘যমুনা’ অঞ্চলের গ্রুপ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নিম্নচাপের কারনে সারাদিনের বৃষ্টি এবং ম্যাচ চলাকালীন বৃষ্টিতে ভারী মাঠে ফুটবলারদের খেলা মধ্যমাঠেই বেশি সময় সীমাবদ্ধ ছিল। যদিও বিক্ষিপ্ত আক্রমনে দুই গোলবারে আক্রমন হলেও দুই প্রান্তের দুই গোলরক্ষককে কঠিন পরীক্ষায় ফেলতে পারেনি স্টাইকাররা। ভারী বৃষ্টিতে গতি সম্পন্ন খেলা না হওয়ায় নির্ধারিত সময়ে কোন পক্ষই কাঙ্খিত গোল করতে পারেনি। বৈরী আবহাওয়ায় সরাসরি টাইব্রেকারে গাজীপুর জেলা ফুটবল দল (৫-৪) গোলে মানিকগঞ্জ জেলা দলকে পরাজিত করে। পরে অনুষ্ঠিত শরিয়তপুর জেলায় ফাইনাল খেলার জন্য তৈরী হল গাজীপুর দল।
গাজীপুর জেলা ফুটবল দল- মাহফুজ, রাকিব (অধিনায়ক), তিয়াস, আলহাজ, খায়রুল, শাহআলম, মামুন, মিলন চন্দ্র বর্মন, রানা আহমেদ, তরিকুল ও আরমান। মানিকগঞ্জ জেলা ফুটবল দল- জসীম, রাকিব (অধিনায়ক), শ্যামল, লাবু, মামুন, জাকীর, পিন্টু, রাকিব-২, শুভ, রঞ্জু ও রিপন। রেফারী- আনিসুর রহমান সাগর, সহকারী রেফারী- জামিলুর রহমান, মহিউদ্দিন ও সৈয়দ বেল্লাল হোসেন।