ধনবাড়ীতে অটোরিক্সার উপর পিকআপ উল্টে পড়ে চালক নিহত

টাঙ্গাইল ধনবাড়ী

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে অটোরিকশার উপর নিয়ন্ত্রণ হারানো পিকআপভ্যান উল্টে পড়ে লিটন মিয়া নামের এক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশার এক নারী যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার বকলবাড়ীর ফকিরবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।নিহত অটোরিকশার চালক লিটন উপজেলার চরভাতকুড়া গ্রামের আলী আকন্দের ছেলে। এই ঘটনায় আহত মোছা. শিখা (৩৫) ওই উপজেলার মুশুদ্দি গ্রামের নজরুল ইসলামের স্ত্রী। ধনবাড়ী থানার পরিদর্শক তদন্ত) ইদ্রিস আলী সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, জামালপুর থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতগামী একটি ব্যাটারি চালিত অটোরিকশার উপর উল্টে পড়ে। এতে অটোতে থাকা চালক ও নারী যাত্রী গুরুতর আহত হয়। গুরুতর আহত চালক লিটনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন সেখানেই তার মৃত্যু হয়েছে। ঘাতক পিকআপভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

 

৩০৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *