নাগরপুর প্রতিনিধি ॥
“সত্য জাতি গঠনে নৈতিক শিক্ষা ও আদর্শ শিক্ষকের বিকল্প নেই” এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে একটি র্যালী বের হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির কার্যালয়ে আলোচনায় সভায় মিলিত হয়।
উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সভাপতি মীর ওবায়েদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজের প্রাক্তন প্রধান শিক্ষক নুর হোসেন মিয়া। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, কিন্ডারগার্টেনের শিক্ষক আসাদউল্লাহ মিঞা (শাহীন), সাইফুল ইসলাম, আরিফিনা আক্তার মিতালী, শরিফুল মোল্লা মানিক, শফিউদ্দিন, আজিম হোসেন, নজরুল ইসলাম, আনন্দ সূত্রধর প্রমূখ। এ সময় উপজেলার কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।
বিশ্ব শিক্ষক দিবসে নাগরপুরে র্যালী ও আলোচনা সভা
২০২ Views