
সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতীতে দেড় মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে একটি বাজারের প্রায় সব দোকান ঘর ও আসবাবপত্র। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে ঝড়ের আঘাতে উপজেলার সল্লা ইউনিয়নের নরদহি বাজারের সব দোকান ঘরের চাল উড়ে যায়।
স্থানীয়দের মাধ্যমে জানা যায়, বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেল তিনটার দিকে হঠাৎ উপজেলার নরদহি বাজারে ঝড় আঘাত হানে। এতে দেড় মিনিটের ঝড়ে ওই বাজারের শাহ আলম ফকির ও সেকান্দরের মার্কেটের আজিজ ফকিরের পার্টসের দোকান, শাহ আলমের বস্ত্রালয়ের দোকান, ইউসুফের টেইলার্স, লাল মাহমুদের ওয়ার্কসপের দোকান, বাদশার ডেকোরেটরের দোকান, কবিরের ফার্নিচারের দোকান ও শওকতের চা স্টল ও সোনা মিয়ার সেলুন ঘরসহ একটি অটোর গ্যারেজের দোকান ঘর লণ্ডভণ্ড হয়ে টিনের চালা উড়িয়ে নিয়ে যায়। বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হয় দোকানের সব সামগ্রী ও আসবাবপত্র। বাজারটিতে প্রায় ১০-১৫টি দোকানের সবগুলোই ক্ষতিগ্রস্থ হয়। এছাড়াও সেখানে থাকা আশকর পাগলার মাজার ও বাজারের পাশের বাদশা মন্ডল ও নুরুর বসতবাড়ির ঘরের টিনের চালা উড়িয়ে নিয়ে যায়। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন টাঙ্গাইল নিউজকে জানান, ঝড়ে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করে ক্ষয়-ক্ষতি নিরূপণ করে জেলা প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন টাঙ্গাইল নিউজকে বলেন, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে ক্ষতিগ্রস্তদের তালিকা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।