
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ঘাটাইলে অটোরিক্সা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক প্রবাসীর মৃত্যুর ঘটনা ঘটছে। বুধবার (৪ অক্টোবর) রাতে উপজেলার ঘাটাইল-সাগরদীঘি আঞ্চলিক সড়কের শুকনি ইলিরচালা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত প্রবাসীর নাম কাজী সোহেল রানা। সে পার্শ্ববর্তী কালিহাতী উপজেলার কোকডোহরা ইউনিয়নের পাছচারান গ্রামের কাজী আব্দুস সালাম ছেলে। তবে সোহেল তার পরিবার নিয়ে দীর্ঘদিন যাবত ঘাটাইল পৌরসভার ঝড়কা এলাকায় বসবাস করে আসছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোহেল বুধবার (৪ অক্টোবর) রাতে মোটরসাইকেল যোগে ঝরকায় নিজ বাসায় ফিরছিলেন। পথিমধ্যে শুকনি ইলিরচালা এলাকায় পৌঁছলে একটি দ্রতগামী ব্যাটারিচালিত অটোরিক্সার সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সোহেল মাথায় গুরুতর আঘাত পায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পরিবার আরও জানান , সোহেল চাকরি সূত্রে দীর্ঘ দিন ধরে প্রবাসী ছিলেন।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.লোকমান হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় পোস্টমর্টেম ছাড়াই নিহতের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।