মির্জাপুরে ১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অপরাধ আইন আদালত টাঙ্গাইল মির্জাপুর লিড নিউজ

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে ১০ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৪ অক্টোবর) সন্ধায় টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশের ইনচার্জ (দক্ষিণ) হেলাল উদ্দিনের নেতৃত্বে একদল গোয়েন্দা পুলিশ উপজেলার গোড়াই ইউনিয়নের বটটেশী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার তরফপুর ইউনিয়নের ছিটমামুদপুর গ্রামের জালাল মিয়ার ছেলে শাহ আলম (৩৪) ও তার স্ত্রী চাপাইয়ের শিবগঞ্জ উপজেলার ত্রিমোহোনী গ্রামের আমিরুল ইসলামের মেয়ে বাসরী খাতুন (২৮)। টাঙ্গাইল ডিবি দক্ষিণের উপ-পরিদর্শক (এসআই) প্রকাশ সরকার বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, শাহ আলম ও তার স্ত্রী গোড়াই বটটেকী এলাকার ডা. মোতালেব হোসেনের ভাড়া বাসায় বসবাস করতেন। বাড়ির মালিকের অজান্তে ওই দম্পতি মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়েন। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে গোড়াই শিল্পাঞ্চলসহ উপজেলার বিভিন্ন স্থানে তা সরবরাহ করতেন। গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ বুধবার (৪ অক্টোবর) সন্ধায় বটটেকী এলাকায় অভিযান চালিয়ে শাহ আলমের কাছ থেকে ২০০ পিস ও স্ত্রী বাসরী খাতুনের ব্যাগের ভেতর থাকা ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। বৃহস্পতিবার (৫ অক্টোবর) তাদের নামে মির্জাপুর থানায় মাদক আইনে মামলা করেছেন ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম।
টাঙ্গাইলের ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ (দক্ষিণ) হেলাল উদ্দিন জানান, পুলিশ সুপারের দিক নির্দেশনায় মির্জাপুরের গোড়াই বটটেকী এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর)আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

 

২৮১ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *