বাসাইল প্রতিনিধি ॥
শিক্ষার মানোন্নয়নে শিক্ষকের ভূমিকা এবং শিক্ষকের প্রতি শ্রদ্ধাবোধ বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলের বাসাইল উপজেলার সুন্না আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে উপজেলার কাউলজানী ইউনিয়নের সুন্না আব্বাছিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয়।
এ সময় সুন্না আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারি শিক্ষক বেলায়েত হোসেন, সাইফুল ইসলাম মানিক, আলেকজান্ডার আজাদ মিয়া, আলমগীর হোসেন, মোশারফ হোসেন, মিনহাজ উদ্দিন, সিরাজুল ইসলাম সিরাজসহ ছাত্র- ছাত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।
৩৭৭ Views