কালিহাতীর নবাগত ইউএনও’র সাথে সংবাদিকদের মতবিনিময়

কালিহাতী টাঙ্গাইল

সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহাদাত হুসেইন এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় কালিহাতীর নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি তারেক আহমেদ, সহ-সভাপতি কামরুল হাসান, দাস পবিত্র, সিনিয়র সাংবাদিক রশিদ আহমেদ আব্বাসী, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, মনির হোসেন, ক্রীড়া সম্পাদক আনিসুর রহমান শেলী, কার্যকরী পরিষদের সদস্য সাব্বির আহমেদ আব্বাসী, শাহ আলম, মীর আনোয়ার হোসেন, রাইসুল ইসলাম লিটন ও মুহাম্মদ মনসুর হেলাল বাদশাসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে নবাগত ইউএনও শাহাদাত হুসেইন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, গণমানুষের বিভিন্ন সমস্যা ও অধিকারের বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরাই একজন সাংবাদিকের প্রধান লক্ষ্য। এছাড়া উপজেলার সার্বিক উন্নয়নমূলক কর্মকান্ড লিখনির মাধ্যমে জনমানুষের কাছে তুলে ধরে সাংবাদিকগণও স্মার্ট সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সরকারের নিয়মনীতির মধ্যে থেকে এ উপজেলায় ভালকিছু করে জনবান্ধব ও স্মার্ট প্রশাসন গড়ে তুলতে আমার সপ্রাণ চেষ্টা থাকবে। এ সময় তিনি প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সমাজ থেকে বাল্য বিবাহ, ইভটিজিং, দুর্নীতি, অবৈধভাবে সরকারি ভূমি দখল, অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং শিক্ষার মান উন্নয়নসহ একটি সুন্দর উপজেলা গড়তে সকল সাংবাদিকের সহযোগিতা কামনা করেন।

উপস্থিত সাংবাদিকরাও তাৎক্ষণিক গুরুত্বপূর্ণ তথ্য পেতে উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন এবং জনবান্ধন প্রশাসন গঠনে কাজ করতে তাদের সহযোগিতা অব্যাহত থাকার কথা জানান।
উল্লেখ্য, বিসিএস ৩৪ ব্যাচের অফিসার শাহাদাত হুসেইন এর পূর্বে নওগাঁ জেলার রাণীনগরে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করেছেন। তার গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়। চলতি বছরের ১১ সেপ্টেম্বর তিনি কালিহাতীতে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।

৩৫৫ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *