টাঙ্গাইল সদরে বিশ্ব শিক্ষক দিবস পালন

টাঙ্গাইল টাঙ্গাইল সদর শিক্ষা

স্টাফ রিপোর্টার ॥
“কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক: শিক্ষক স্বল্পতা পূরণে বৈশ্বিক অপরিহার্যতা” এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে সদর উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও উপজেলা প্রশাসনের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হাসান-বিন-মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী, ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুজিবুল আহসান, বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শামীম আল মামুন জুয়েল ও সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ছানোয়ার হোসেন বলেন, শিক্ষকতা একটি মহান পেশা। শিক্ষাকে ব্যবসা হিসেবে না দেখে সম্মানের পেশা হিসেবে দেখুন। এছাড়াও আপনাদের জাতীয় করণের যে বিষয়টি, সেটি এখন প্রক্রিয়াধীন আছে। সেটিকে বাস্তবায়ন করতে হলে জননেত্রী শেখহাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে। সেটি মাথায় রেখে আপনাদের সকলকে একযোগে কাজ করে যেতে হবে।
শেষে শ্রেষ্ঠ শিক্ষকদের মাঝে সম্মাননা প্রদান করা হয়।

৩৩২ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *