
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের নাগরপুরে গত দুই দিনের টানা বৃষ্টিতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বুধবার (৪ অক্টোবর) সকাল থেকে বৃহস্পতিবার (৫ অক্টোবর) পর্যন্ত টানা বৃষ্টি হচ্ছে নাগরপুরের সর্বত্র। বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। জেলা আবহাওয়া অফিসের তথ্য মতে আগামী ২ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার দুপুরের পর থেকে অবস্থার উন্নতি হবে বলে জানিয়েছেন জেলা আবহাওয়া অফিস।
জানা গেছে, টানা বৃষ্টিতে নাগরপুরের জনজীবন স্থবির হয়ে পড়েছে। ধলেশ্বরী ও ঝিনাই সহ উপজেলার সব নদ নদীর পানি বৃদ্ধি ও নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এদিকে রাতে ও দিনভর বৃষ্টির কারণে বিভিন্ন রাস্তায় যানবাহন ও লোকজনের চলাচল কমে গেছে। লোকজন বৃষ্টির জন্য ভোগান্তিতে পড়েছেন। শ্রমজীবি লোকজন কাজ হারিয়ে ঘরে বসে আছেন। উপজেলার দুয়াজানী গ্রামের অটোরিক্সা চালক আলামিন মিয়া বলেন, প্রতিদিন ভালো একটা ইনকাম হয় যা দিয়ে সংসার চালাই কিন্তু টানা বৃষ্টিতে লোকজন নেই, আয়ও নেই। তারপরও পেটের দায়ে অটো নিয়ে বের হয়েছি। বুধবার (৪ অক্টোবর) সকাল থেকে শুরু হয় বৃষ্টি। কখনো হালকা,কখনো মুষলধারে চলতে থাকে। উপজেলার সদর বাজারের ব্যবসায়ী আব্দুল আলীম ও মানিক মিয়া বলেন, যেভাবে বৃষ্টি অবিরাম ভাবে চলছে তাতে মনে হয় আজ আর কোন কাস্টমার পাব না। কিন্তু স্টাফদের দৈনিক হাজিরা ঠিকই দিতে হবে।
উপজেলার মামুদনগর এলাকার রিক্সা চালক আজিম মিয়া বলেন, বৃষ্টির কারণে গতকাল ইনকাম ভালো হয়নি তাই আজ মুষলধারের বৃষ্টি উপেক্ষা করেও রিক্সা নিয়ে বের হয়েছি। কিন্তু যে অবস্থা দেখছি তাতে মনে হয় না আজকে কোন খ্যাপ পামু।
এদিকে টানা মুষলধারে বৃষ্টির ফলে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী উপস্থিতি কমে গেছে। এছাড়াও টানা
বৃষ্টিতে অসহনীয় ভোগান্তিতে পড়তে হচ্ছে ব্যাংক সহ সকল অফিসের কর্মকর্তা কর্মচারীদের। বিভিন্ন এনজিও কর্মীদেরও নানা সমস্যায় পড়তে হচ্ছে বৃষ্টির কারণে। অফিসে যেতে হবে বলেই বাধ্য হয়ে অনেকেই বাড়ি থেকে বের হয়েছে।
উপজেলার বেটুয়াজানী গ্রামের কৃষক রফিক মিয়া বলেন, বৃষ্টি এভাবে চলতে থাকলে আমরা যে শীতকালীন আগাম সবজি লাগিয়েছিলাম তার ব্যাপক ক্ষতি হবে।