কালিহাতী প্রতিনিধি ॥
''জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি" প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতী উপজেলাতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন করা হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালী ও কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, দশকিয়া ইউপি চেয়ারম্যান এমএ মালেক ভূঁইয়া, সল্লা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম, বাংড়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি ও পাইকড়া ইউপি সচিব নৃপেন কুমার প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবগণ উপস্থিত ছিলেন।