
স্টাফ রিপোর্টার ॥
উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টির কারনে তৃতীয় দফায় আবারো টাঙ্গাইল জেলার সব নদীর পানি দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধির পাশাপাশি দেখা দিয়েছে তীব্র নদী ভাঙ্গন। এতে করে আতঙ্কিত হয়ে পড়েছেন নদী পাড়ের বাসিন্দারা।
শুক্রবার (৬ অক্টোবর) টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় টাঙ্গাইল জেলার ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি পোড়াবাড়ি পয়েন্টে ৩২ সেন্টিমিটার, ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ৫৩ সেন্টিমিটার, ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ৩৭ সেন্টিমিটার, ফটিকজানী নদীর পানি নলচাপা পয়েন্টে ৭৪ সেন্টিমিটার, বংশাই নদীর পানি মধুপুর পয়েন্টে ২২ সেন্টিমিটার ও কাউলজানী পয়েন্টে ৯৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।