
স্টাফ রিপোর্টার ॥
একুশে পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য, সাবেক গণপরিষদ সদস্য, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি, টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক পবিত্র ওমরাহ হজ্ব পালনের জন্য শনিবার (৭ অক্টোবর) সৌদি আরব যাচ্ছেন।
শনিবার (৭ অক্টোবর) মির্জাপুর-৭ আসনের সংসদ সদস্য ও ফজলুর রহমান খান ফারুক এর সন্তান খান আহমেদ শুভর ফেরিফাই ফেসবুকের একটি পোস্ট থেকে এ তথ্য জানা যায়। তিনি পিতার ওমরাহ হজ্ব পালনের তথ্য দিয়ে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।