স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
শনিবার (৭ অক্টোবর) টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তন ছিল কবি, সাহিত্যিক, শিক্ষক ও সাংবাদিকদের শরৎ আড্ডায় মুখরিত। ‘সৃজন মির্জাপুর’ নামে একটি সাহিত্যিক ও সাংস্কৃতিক সংগঠন এই শরৎ আড্ডার আয়োজন করে। শরৎ আড্ডায় শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
‘সৃজন মির্জাপুর’ এর সভাপতি সহিনুর রহমান খানের সভাপতিত্বে এই সাহিত্য আড্ডায় আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক অধ্যাপক দুর্লভ বিশ্বাস, ওপার বাংলার প্রকৃতিপ্রেমী কবি দীণেশ চন্দ্র বিশ্বাস, মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদ, কবি গোপাল কর্মকার, শফি উদ্দিন মিঞা এন্ড একাব্বর হোসেন প্রিন্সিপাল মোশারফ হোসেন, আবৃত্তিকার ও লেখক ‘সৃৃজন মির্জাপুর’ এর সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম শেলী, সংস্কৃতিকর্মী নজরুল ইসলাম, দেওহাটা এ.জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম, চৌহাত্তুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উর্মিলা পাল, কবি আবু হানিফ খান, কবি সহিদুর রহমান প্রমুখ।
শরৎ আড্ডায় বিভিন্ন এলাকা থেকে অর্ধশতাধিক কবি, সাহিত্যিক, শিক্ষক ও সাংবাদকর্মী উপস্থিত হন। তাঁরা শরতের ওপর অনুভূতি ব্যক্ত করেন এবং কবিতা পাঠ করেন।