
স্পোর্টস রিপোর্টার ॥
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ বালক (অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ বালিকা (অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্ট জেলা পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম। শনিবার (৭ অক্টোবর) টাঙ্গাইল স্টেডিয়ামে তিন দিনব্যাপী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল (অনূর্ধ্ব-১৭ বালক বালিকা) টুর্নামেন্ট শুরু হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ) নাফিজা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, উপজেলা নির্বাহী কর্মকতা হাসান বিন আলী, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এ হাসান ফিরোজ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু, জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার খন্দকার রকিবুল ইসলাম রকিব, নিবার্হী সদস্য তারেক হাসান খান জুয়েল, ভ্রমর চন্দ্র ঘোষন ঝোটন, আনিছুর রহমান আলো, মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নাহার ঝিলু ও যুগ্ম সম্পাদক ঝর্না আক্তার। টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন সবুজ।
তিন দিনব্যাপী টুর্নামেন্টে টাঙ্গাইল জেলার ১২টি উপজেলাসহ টাঙ্গাইল পৌরসভার বালক ও বালিকা (অনূর্ধ্ব-১৭) ফুটবল দল নকআউট ভিত্তিক টুর্নামেন্টে অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলায় বালক (অনূর্ধ্ব-১৭) বিভাগের দিনের ৫টি ম্যাচের ১ম খেলায় গোপালপুর উপজেলা (১-০) গোলে কালিহাতী উপজেলাকে, ২য় খেলায় নাগরপুর উপজেলা (১-০) গোলে মধুপুর উপজেলাকে, ৩য় খেলায় সখিপুর উপজেলা (২-০) গোলে বাসাইল উপজেলাকে, ঘাটাইল উপজেলা (২-০) গোলে টাঙ্গাইল পৌরসভাকে এবং দিনের ৫ম খেলায় উপজেলা টাইব্রেকারে ভূঞাপুর উপজেলা ( ১-০) গোলে টাঙ্গাইল সদর উপজেলাকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে।
বালিকা (অনূর্ধ্ব-১৭) বিভাগে দিনের প্রথম খেলায় সখিপুর উপজেলা (২-০) গোলে বাসাইল উপজেলাকে, ২য় খেলায় নাগরপুর উপজেলা (১-০) গোলে মধূপুর উপজেলাকে, ৩য় খেলায় গোপালপুর উপজেলা (৪-০) গোলে কালিহাতী উপজেলাকে, ৪র্থ খেলায় ভূয়াপুর উপজেলা (৫-০) গোলে টাঙ্গাইল সদরকে এবং ৫ম খেলায় ঘাটাইল উপজেলা (২-০) গোলে টাঙ্গাইল পৌরসভাকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে।
রবিবার (৮ অক্টোবর) খেলায় অংশগ্রহণ করবে- বালক বিভাগে (কোয়ার্টার ফাইনাল)- ১ম ম্যাচ-দেলদুয়ার বনাম মির্জাপুর, ২য় ম্যাচ- নাগরপুর উপজেলা বনাম সখিপুর উপজেলা, ৩য় ম্যাচ- গোপালপুর উপজেলা বনাম ভূঞাপুর উপজেলা এবং ধনবাড়ী বনাম ঘাটাইল উপজেলা এবং বালিকা বিভাগে ১ম ম্যাচ- নাগরপুর উপজেলা বনাম সখিপুর উপজেলা, ২য় ম্যাচ- দেলদুয়ার উপজেলা বনাম মির্জাপুর উপজেলা, ৩য় ম্যাচ- ধনবাড়ী উপজেলা বনাম ঘাটাইল উপজেলা এবং ৪র্থ ম্যাচ- ভূঞাপুর উপজেলা বনাম গোপালপুর উপজেলা।